তিন দিনের ইউরোপ সফরে প্রধানমন্ত্রী মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের ইউরোপ সফরের দ্বিতীয় দিনে আজ জার্মানি থেকে ডেনমার্কে এসেছেন

 কবির আহমেদ,আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার (২ মে) থেকে তিন দিনের ইউরোপ সফর করছেন। আজ তার সফরের দ্বিতীয় দিনে তিনি জার্মানি থেকে ডেনমার্ক পৌঁছালে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেড্রিকসন কোপেনহেগেন বিমান বন্দরে তাকে এক উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে গতকাল সোমবার তিনি তার সফরের প্রথম দিনে জার্মানির রাজধানী বার্লিন পৌঁছালে জার্মানির সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বার্লিন এক বৈঠক করেন।

বৈঠকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রতি ভারতের সমর্থন লাভের চেষ্টা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। মোদী রাশিয়া ও ইউক্রেনের প্রতি যুদ্ধ বন্ধে, তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, এই যুদ্ধে কোন পক্ষই জয়ী হবে না।”

জার্মানি এবং ভারত সোমবার টেকসই উন্নয়ন ভিত্তিক বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। এমন চুক্তির ফলে, পরিবেশবান্ধব জ্বালানীর উন্নয়নে ২০৩০ সাল নাগাদ, ভারত ১,০০০ কোটি ইউরো (১,০৫০ কোটি ডলার) সহায়তা পাবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদী ডেনমার্কে ইন্ডিয়া-নর্ডিক সম্মেলনে যোগ দিবেন। এই সম্মেলনে মোদী ছাড়াও, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের নেতারা উপস্থিত থাকবেন। সফরের শেষ গন্তব্য হিসেবে মোদী ফ্রান্স সফর করবেন।

আগামীকাল প্যারিসে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো’র সাথে, যৌথ আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদী। সফরের শেষ গন্তব্য হিসেবে মোদী ফ্রান্স সফর করবেন। প্যারিসে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো’র সাথে যৌথ আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদী।

ভারতের জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মোদির ইউরোপ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। মোদীর এই সফরে পুনর্নবীকরণ শক্তি নিয়ে আলোচনা,ভারতের ডিজিটাইজেশনের উন্নতি, ভারত-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বর্ষ পূর্তির মত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে রাশিয়া ইউক্রেনের সংঘাতে ভারতের অবস্থান স্পষ্ট করাই আশু কর্তব্য মোদীর বলে ঈন্গিত দিয়েছে সংবাদ মাধ্যম।

তার এই সফরে বিশেষ করে মার্কিন ও ব্রিটেন থেকে রাশিয়ার ভূমিকার নিন্দা ও তার উপর নানা নিষধাজ্ঞা বসানোর উপর চাপ বৃদ্ধি করা হচ্ছে ভারতের উপর। তারপরেও ভারতের নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্নের কি জবাব দেন মোদি সে দিকে সকলের দৃষ্টি এখন বিশ্বের।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ নেটওয়ার্ক ABP Ananda প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডেনমার্ক সফরের ব্যাপারে জানিয়েছে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেড্রিকসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও ডেনমার্কের প্রধানমন্ত্রী প্রথমে একক বৈঠক করেন। তারপর দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।

ভারত ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর বৈঠকে গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বায়ুশক্তি ও গ্রিন হাইড্রোজেন, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য, জলপথে পণ্য পরিবহণ, জল, সুমেরু অঞ্চল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী ভারতে ডেনমার্কের সংস্থাগুলির ইতিবাচক অবদানের বিষয়টি উল্লেখ করেছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী আবার সেদেশে ভারতীয় সংস্থাগুলির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন। দুই প্রধানমন্ত্রীই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, অভিবাসন ও মোবিলিটি পার্টনারশিপের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন।’

 16,643 total views,  1 views today