ইতালী আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জি এম কিবরিয়ার বিবৃতিঃ স্যোসাল মিডিয়ার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান।

ডেস্ক রিপোর্টঃ বেশ কিছু দিন যাবৎ লক্ষণীয়, স্যোসাল মিডিয়াকে পুঁজি করে একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষেই ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া তার নাম ব্যবহার করে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। এই কু চক্রী মহলটির উদ্দেশ্যই হলো ইতালি আওয়ামী লীগকে দ্বি খণ্ডিত করা।                                                                            এই বিষয়ে মুঠো ফোনে বাংলাদেশ থেকে জি এম কিবরিয়া বলেন” সাংগঠনিক কাজে আমি দেশে এসেছি অল্প সময়ের মধ্যেই আবার ইতালি ফিরে আসবো সম্মেলনর কাজ গুলো ত্বরান্বিত কথা লক্ষেই।” তিঁনি আরো বলেন” যে বা যারা তাদের অসত উদ্দেশ্যকে হাসিল করার লক্ষে মিথ্যা ও বানোয়াট কথা প্রচার করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইতালী আওয়ামী লীগের সম্মেলন ২০২০ সালের ২৯ মার্চ। যা কার্যকরী পরিষদের সকলের উপস্থিতিতেই নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন” আওয়ামী লীগের মুজিব আদর্শের সৈনিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে ভোট প্রয়োগ করে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এবং সকলের উপস্থিতি ও মত প্রকাশের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ দিয়েই আগামী দিনের ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দদরা বের হয়ে আসবে বলে ও দৃঢ় মত ব্যক্ত করেন।” জি এম কিবরিয়া এই সমস্ত ফেক আইডির অপ প্রচারকারীদের চিহ্নিত করার লক্ষে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ও আহ্বান জানান।

 1,746 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *