স্পেন আওয়ামী লীগের ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
স্পেন থেকে বকুল খানঃ স্পেন আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি এ এস আই আর রবিনের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভী আহমেদ সঞ্চালনায় বক্তব্য রাখেন, আব্দুল কাইয়ুম সেলিম ,একরামুজ্জামান কিরণ, ফয়জুর রহমান ও বদরুল ইসলাম,দবির তালুকদার, আক্তারুজ্জামান আক্তার ,আজম কাল ,জাহিদুর রহমান দিদার, এফ এম ফারুক পাভেল ,শ্যামল তালুকদার ,লুৎফুর রহমান ,আব্দুল আজিজ ,জাকির আসেন ,হানিফ নিয়াজী ,আপন মন্ডল প্রমুখ ।
গতকাল মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় বিপুলসংখ্যক ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেনা| অনুষ্ঠানে বক্তারা ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন ,জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ সকল আন্দোলন সংগ্রাম এর দিক নির্দেশনা মূলক বক্তব্য আছে । বঙ্গবন্ধু এই ভাষণের মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন ,তাইতো ,বাঙালিরা ঐক্যবদ্ধভাবে উজ্জীবিত হয়ে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন । ১৯৭১ এর ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির রক্তে আগুন ধরিয়েছিল। এই ভাষণ নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল। এই ভাষণের পরেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। এই দিনে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন ‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এই কথার মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক নয়, কার্যত স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
1,875 total views, 1 views today