১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত অষ্ট্রিয়ান এয়ারলাইন্স (AUA)এর উড্ডয়ন স্থগিত

কবির আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ আগামী
১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত অষ্ট্রিয়ান এয়ারলাইন্স তার উড্ডয়ন স্থগিত ঘোষণা করেছে । কেবল মাত্র দুইটি এয়ারক্রাফট বিভিন্ন দেশে আটকে পড়া অষ্ট্রিয়ান
নাগরিকদের ফিরিয়ে আনতে ব্যবহৃত হবে।
এই দিকে অষ্ট্রিয়ান রেলওয়ে এখনও পুরোপুরি বন্ধ না হলেও সিডিউলে অনেক রদবদল করা হয়েছে।
ট্রেনের রেস্টুরেন্ট সার্ভিসে সকল প্রকার খাবার,
চা-কফি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সকল প্রকারের ড্রিংস রাখা হয়েছে যেগুলি বিভিন্ন
বোতলে ইনট্যাক্ট করা।
এদিকে করোনাভাইরাস এর কারনে এক দিনেই ১৬,০০০ লোক বেকার হয়ে পড়েছেন । অবশ্য সরকার বেকার লোকদের বেকার ভাতা প্রদান করবেন ।
2,100 total views, 1 views today