অষ্ট্রিয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে এখন ২,৬৬৬ জন এবং ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকাল ৮ টার তথ্য অনুযায়ী করোনাভাইরাসে ২,৬৬৬ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে ।আক্রান্তদের সংখ্যা Tirol ই সবচেয়ে বেশী অর্থাৎ ৫৬৮ জন, ২য় স্থানে রয়েছে Oberösterreich ৫০৭ জন ।এ পর্যন্ত ১৮,৫৪৫ জনকে পরীক্ষা করা হয়েছে ।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে করোনা সংক্রমনের সর্বশেষ তথ্য এবং প্রতিরোধ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ বলেন, করোনার মূল বিধি-নিষেধ আগামী ইস্টার সোমবার অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। সকল ধরনের নিষেধাজ্ঞা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তিনি বলেন, বিগত দিনের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ২০ শতাংশের নিচে , তবে এখনো তা অনেক বেশী। প্রধানমন্ত্রী জনগণের কাছে অনুরোধ করে বলেন, দয়া করে আমাদের সকল নিষেধাজ্ঞা মেনে চলুন, এটি পরিষ্কার যে, এই মুহুর্তে আমাদের দেশ অনেক অনিশ্চয়তায় রয়েছে। তবুও আমরা মনে করি আমাদের পদক্ষেপগুলি কার্যকর হবে এবং আমরা যা করার সিদ্ধান্ত নিয়েছি তা করব। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক যোগাযোগ হ্রাস করা মানে সংক্রমণের ঝুঁকি হ্রাস করা। এজন্য করোনা মোকাবেলায় আমাদের সকল পদক্ষেপ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দয়া করে আমাদের সকল পদক্ষেপ মেনে চলুন। এক জরিপে দেখা গেছে শতকরা ৯৩ জন অষ্ট্রিয়ার জনগন প্রধান মন্ত্রীর এই সিদ্ধান্ত কে সমর্থন করছে ।
4,018 total views, 1 views today