জার্মানির চ্যান্সেলর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে !

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ আজ সন্ধ্যায় বার্লিনে এক সাংবাদিক সম্মেলনের পর তাকে জানানো হয়েছে যে, তিনি যেই ডাক্তারের সাথে সাক্ষাত করেছিলেন সেই ডাক্তার বর্তমানে করোনা ভাইরাসের কভিট-১৯ এ আক্রান্ত । গত শুক্রবার সন্ধ্যায় এই চিকিৎসক ফেডারেল চ্যান্সেলার এঞ্জেলা মেরকেল কে prophylaktische Pneumokokken ইনজেকশন দিয়েছিলেন ।
কাজেই এখন তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং বাসায় বসেই সরকার পরিচালনা করতে হবে।
3,579 total views, 1 views today