“ইউরো সমাচার”পত্রিকার সাংবাদিক কবির আহমেদ এর মাতার ইন্তেকাল

নিউজ ডেস্কঃ ভিয়েনা থেকে প্রকাশিত “ইউরো সমাচার” পত্রিকার অন লাইন ডেস্কের রিপোর্টার কবির আহমেদ এর মাতা আজ ২৩ মার্চ বাংলাদেশ সময় রাত ০২: ১০ মি. কুমিল্লার হোমনায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…) ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বৎসর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর আবিদ হোসেন খান তপন, সম্পাদক মাহবুবুর রহমান,সাব-এডিটর আনিসুজ্জামান,সাব-এডিটর সোহেল চৌধুরী এবং ইউরো সমাচার পরিবার এক শোক বানীতে মরহুমার রুহের মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
2,187 total views, 1 views today