“করোনাভাইরাস” অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ২৭

নিউজ ডেস্কঃ আজ সকাল ৮ টার তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৫০ জন বৃদ্ধি পেয়ে মোট ৪,৪৭৪ জনে দাঁড়াল । অষ্ট্রিয়ায় সর্বমোট ২৮,৩৯১ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৪,৪৭৪ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে এখন Tirol এ,এখানে আক্রান্তের সংখ্যা ১,০৬৪ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৬৪ জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৬১০ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ৫৫৮ জন, এবং Steiermark আক্রান্তের সংখ্যা ৫০৩ জন ।
অষ্ট্রিয়ায় হাসপাতালগুলিতে সর্বমোট আইসিইউ তে আছেন ১৬ জন এবং ভর্তি আছেন ৪,৪৭৮ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন ।
অন্যদিকে অষ্ট্রিয়ায় ৩৯ জন পুলিশ সদস্য কে করোনায় সনাক্ত করা হয়েছে ।

এদিকে অ্যামেরিকা থেকে ৩০০ জন অষ্ট্রিয়ান নাগরিক নিয়ে অষ্ট্রিয়ান এয়ারলাইন্স এর একটি ৭৭৭ বোয়িং ওয়াশিংটন থেকে ভিয়েনার উদ্দেশে রওয়ানা হয়েছে । অষ্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রানলয়ের তথ্য অনুযায়ী এখনো ৩০,০০০ জন নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন ।
4,655 total views, 1 views today