করোনাভাইরাস অষ্ট্রিয়ায় মৃত্যুর মিছেলে ৩৬ জন

নিউজ ডেস্কঃ আজ সকাল ৮ টার তথ্য  অনুযায়ী অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৩৬ জন। এদিকে নুতন করে আক্রান্তের সংখ্যা  ৩৮৮ জন বৃদ্ধি পেয়ে মোট  ৫,৪১৮ জনে দাঁড়াল । অষ্ট্রিয়ায় সর্বমোট  ৩২,৪০৭ জনকে করোনার   পরীক্ষা করা হয়েছে ।  এরমধ্যে   ৫,৩৭৪ জনকে   শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে এখন Tirol এ আক্রান্তের সংখ্যা ১,৩৭০ জন,  Oberösterreich  প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮৭২ জন,   Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭২৫ জন, রাজধানী   শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা    ৯১ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ৬১৭ জন, Salzburg এ  ৯৩  জন, এবং Voralberg৪০৪ জন । আইসিইউ তে আছেন ২৬ জন ।

এদিকে অষ্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আমাদের আইনগুলি জনগন যথাযথভাবে মেনে চলতে হবে । তিনি বলেন, যদি কেউ এই আইন অমান্য করেন তবে তাকে বিপুল পরিমানের জরিমানা গণতে হবে, যেমনঃ খেলার মাঠে গেলে ৬০০ ইউরো, বন্ধ দোকানে গেলে ৬০০ ইউরো, সরকারের অনুমতি ছাড়া দোকান খোলা রাখে তবে তাকে ৩,০০০ ইউরো থেকে ৩০,০০০ ইউরো ।

 4,616 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *