অষ্ট্রিয়ায় এপর্যন্ত করোনায় সর্বমোট ৪০ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ আজ বিকেল ৩ টার তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৪০ জন। এদিকে নুতন করে আক্রান্তের সংখ্যা ১৪২ জন বৃদ্ধি পেয়ে মোট ৫,৫৬০ জনে দাঁড়াল । অষ্ট্রিয়ায় সর্বমোট ৩২,৪০৭ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৫,৫৬০ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে এখন Tirol এ আক্রান্তের সংখ্যা ১,৩৯৬ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৯১৫ জন,Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৫০ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ৭০২ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ৬২৭ জন, Salzburg এ ৫১৬ জন, এবং Voralberg এ ৪০৭ জন। আইসিইউ তে সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়াল ।

কোরনাভাইসের ফলে অনেকেই বেকার হয়ে পরেছেন । আজ বিকেল ৫ টা পর্যন্ত বেকার ভাতার জন্য ১,৫৩,১০০ (এক লাখ তিপান্ন হাজার একশত) জন নিবন্ধন করছেন ।
4,540 total views, 1 views today