অষ্ট্রিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ লোকাল ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি করলো

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অষ্ট্রিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ ÖBB যাত্রীদের একজন থেকে অন্যজনের দূরত্ব বজায় রাখতে, লোকাল ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি করেছেন।
বুধবার ২৫শে মার্চ রেলওয়ে কর্তৃপক্ষ জানায় যে, যাত্রীদের যেহেতু একজন থেকে আরেকজনের কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলতে হয়, তাই আমরা আমাদের ট্রেনের সাথে কিছু অতিরিক্ত বগি যুক্ত করে দিয়েছি। তবে সারা দেশে লক ডাউন চলায় আমাদের যাত্রী প্রায় ৯০% হ্রাস পেয়েছে।
কর্তৃপক্ষ আরও জানান প্রতিদিন ÖBB লোকাল ট্রেন ( S-Bhan) রাজধানী ভিয়েনার ভিতর এবং পাশ্ববর্তী প্রদেশে বিভিন্ন গন্তব্যে সকাল ৫ টা থেকে আরম্ভ করে রাত পর্যন্ত ৪৮০ টি ট্রেন সার্ভিস দিয়ে থাকে। তথ্য ও উপাত্ত: Kronen Zeitung
3,610 total views, 1 views today