বাংলাদেশ থেকে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্য ফেরার উপদেশ

ঢাকা থেকে মহিবুর রহমান আদনানঃ করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।
আজ শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন বাংলায় লিখেছে, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফাইট এখনও সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।’
2,953 total views, 1 views today