রাশিয়ার প্রেসিডেন্ট অফিসের ৫ কর্মী করোনায় আক্রান্ত!

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ করোনাভাইরাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অন্তত পাঁচ কর্মী আক্রান্ত হয়েছেন।                  

শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট পুতিন এখনও সুস্থ আছেন। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই কাজ করছেন। শুক্রবার রাশিয়ায় একদিনে এখন পর্যন্ত সর্বেোচ্চ ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংবাদ এখনও জানা যায়নি।              

রাশিয়ান সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে সরকার রাশিয়ায় জরুরী ভিত্তিতে ১৬টি বিশেষ করোনা হাসপাতালের কাজ শুরু করে দিয়েছে।

 4,239 total views,  1 views today