করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে প্রথম মৃত্যু

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে প্রথম মৃত্যু ।মৃত্যু ব্যক্তি একজন প্রবাসী বাংলাদেশী।                                  

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত প্রবাসী বাংলাদেশী ব্যক্তির বয়স ৫৭ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিউএনএ জানায়, মৃত ব্যক্তি আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।                              

কাতারে এ পর্যন্ত ৫শ’ ৯০ জন আক্রান্ত হয়েছে। শনিবার দেশটিতে নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো  ওই বাংলাদেশীর বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি কাতারে ব্যবসা করতেন।

গত ১৬ মার্চ তাকে কাতারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কাতারে যেসব মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে তার বেশিরভাগ হলো অভিবাসী শ্রমিক। কাতার সরকার দেশটির বৃহত্তম একটি শিল্প এলাকা লকডাউন (অবরুদ্ধ বা বন্ধ) করে রেখেছে, যেখানে অনেক মানুষের  বসবাস ছাড়াও কারখানা রয়েছে। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৫৯০ জন

 4,095 total views,  1 views today