অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, সুস্থ হয়েছেন ৪৭৯ জন

নিউজ ডেস্কঃ আজ বেলা ১ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪৭৯ জন ।
এদিকে মৃত্যুর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে এখন ৮৬ জনে দাঁড়াল (সুত্র: Kronen Zeitung)। অন্যদিকে নুতন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ৮,৫৫২ জনে দাঁড়াল ।
অষ্ট্রিয়ায় সর্বমোট ৪৬,৪৪১ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৮,৫৫২ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে, Tirol এ আক্রান্তের সংখ্যা ১,৯৩৭ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৪৩৪ জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৩৩৯ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ১,১০১ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ৮৮২ জন, Salzburg এ ৭৯৪ জন, এবং Voralberg এ ৫৭৯ জন। আইসিইউ তে আছেন ১৮৭ জন ।

এদিকে অষ্ট্রিয়ায় এক জরীপে দেখা গেছে ৮৯% জনগন সরকার প্রধান Sebastian Kurz এর কার্যক্রম সমর্থন করেন,৮৪% স্বাস্থ্য মন্ত্রী Rudolf Anschober কে সমর্থন করেন এবং ৭৮% স্বরাষ্ট্র মন্ত্রী Karl Nehammer কে সমর্থন করেন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা সবাই সুস্থ আছেন ।
4,426 total views, 1 views today