করোনা ভাইরাস: ইতালির পাশে বাংলাদেশি কমিউনিটি

নিউজ ডেস্কঃ বিশ্বমহামারি করোনা ভাইরাসে সর্বাধিক মৃত্যুর দেশ ইতালী। যে দেশটিতে বসবাস করছে প্রায় দেড় লক্ষাধিক বাংলাদেশী। ইতালীর এই দুঃসময়ে প্রবাসী বাংলাদেশীরা পাশের থাকার প্রত্যাশায় আর্থিক সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে সুশীল ও সাংবাদিক সমাজ।।

ইতিমধ্যে রাজধানী রোম এবং মিলান শহর থেকে অনলাইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করা শুরু করেছে। বিশ্বের যেকোন স্থান থেকে যে কেউ ইতালীকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। দুইটি লিংক দেয়া হলো:
https://www.gofundme.com/f/chz8ny?utm_source=customer&utm_medium=copy_link-tip&utm_campaign=p_cp+share-sheet
এবং
https://www.gofundme.com/f/Donation-for-COVID19-BGD-ITA?utm_source=customer&utm_medium=copy_link-tip&utm_campaign=p_cp+share-sheet

আয়োজকবৃন্দ জানান, ইতালী এবং যেকোন দেশ থেকে যেন সহজেই অনুদান করতে পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারনা করা হচ্ছে। এই অর্থ ইতালিয়ান সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। মূলত এই অর্থ করোনাভাইরাসের রোগীদের সেবা, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার করা হবে। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় বাংলাদেশি প্রবাসীদের সুনাম বৃদ্ধির পাশাপাশি ইতালির পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব রয়েছে বলে মনে করছেন তারা।

করোনা ভাইরাসের এই সময় এবং পরবর্তীতে সংকট উত্তরণের জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে:
১) এই সংকটকালীন সময়ে ঐক্যবদ্ধভাবে ইতালির পাশে দাঁড়াবো। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি যদি সম্ভব হয় মেডিকেল ইকুইপমেন্ট ও অতি আবশ্যক মাস্কসহ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সহযোগিতা করব।
২) আপদকালীন সময় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে করোনা ভাইরাস মনিটরিং সেল এবং তার সমন্বয়ের ব্যবস্থা করা।
৩) সচ্ছল এবং ইচ্ছুক দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটা আপদকালীন ফান্ড গঠন করা।
৪) করোনার প্রভাবে যেসব ভাই-বোন সম্পূর্ণভাবে বেকার হয়ে যাবেন, তাদের কর্মসংস্থান ও আপদকালীন সময়ে সহযোগিতার হাত বাড়ানো।
৫) করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের পাশে দাঁড়ানো ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করা।
৬) সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন ও বিধিনিষেধ সংক্রান্ত তথ্য দ্রুত জানানোর ব্যবস্থা করা।
এসব বিষয়ে দ্রুত যোগাযোগ নিশ্চিত করার জন্য ফেসবুক পেজ ও গ্রুপে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক করোনা ভাইরাস মনিটরিং সেল (ভলান্টিয়ার):
১) ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ আলম (প্রধান সমন্বয়কারী-মিলান: 3348500960 ও মনিরুজ্জামান মনির (সমন্বয়কারী – রোম: 328 6829323)

এছাড়াও টিমের অন্যান্যরা হলেন, কমরেড খোন্দকার,: 3801232714, আব্দুল বাসিত দলই,: 3668007799, আব্দুল কাইয়ুম মামুন: 3294530736, তুহিন মাহমুদ: 3891739707, ফেরদৌসি পলি: 3273353075 ও নাজমুল হোসাইন: 3898255529

 4,201 total views,  1 views today