সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান প্রদেশ ও শহর দুবাইকে লক ডাউন

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ  সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি অব্যাহত থাকায় আজ দুবাইকে সম্পূর্ণ লক ডাউন চরা হয়েছে।                                       

দুবাই আরব উপদ্বীপের একটি প্রসিদ্ধ পর্যটক কেন্দ্র। আজ লক ডাউনের ফলে স্থবির হয়ে পড়েছে শহরের প্রাণচাঞ্চল্য! বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসাবে দুবাই এর বুর্জ খলিফা ৮২৯,৮ মিটার পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আছে।                                         

আজ সমগ্র আরব আমিরাতে নতুন করে আরও ৫৩ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ তে। আই সি ইউ তে আছেন ২ জন এবং মৃত্যু বরণ করেছেন ৬ জন। তবে এই পর্যন্ত কোনো বাংলাদেশী নাগরিকের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায় নি।                                          তথ্য সূত্রঃ Gulf News

 3,907 total views,  1 views today