“অস্ট্রিয়া-চীন”সমিতির পক্ষ থেকে ভিয়েনার মেয়রকে প্রতিরক্ষামূলক মাস্ক উপহার

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ গতকাল ৩১ মার্চ ভিয়েনার সিটি হলে অস্ট্রিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াওসি লি ভিয়েনার মেয়র মিখায়েল লুডভিগ এর হাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৪টি বাক্সে ভর্তি এই ৩৯,৬০০ পিস মাস্ক তুলে দেন। ভিয়েনার মেয়র অস্ট্রিয়ায় বসবাসকারী চীনা নাগরিকদের সমন্বয়ে গঠিত অস্ট্রিয়া-চীন সমিতি ও রাষ্ট্রদূতকে অস্ট্রিয়ার এই বিপর্যয় মূহুর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

মেয়র লুডভিগ আরও বলেন দুই দেশের মধ্যে “এটি একটি আন্তর্জাতিক সংহতির এক দুর্দান্ত উদাহরণ।” চীনা রাষ্ট্রদূত অস্ট্রিয়ায় করোনার ভাইরাস সংক্রমণ নিয়ে অস্ট্রিয়ান সরকারের দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রশংসা করেন । সুত্রঃ Vienna. At / Michael Ludwig/ APA
4,152 total views, 1 views today