এপ্রিল মাসেও অস্ট্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না -শিক্ষামন্ত্রী

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী হাইন্স ফাসমান , অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ কে এক সাক্ষাত্কারে বলেন আমরা “ধাপে ধাপে” শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলার চেষ্টা করবো। তিনি বলেন প্রথমে আমরা বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান গুলি খুলে দেওয়ার চেষ্টা করবো। তবে প্রথম পদক্ষেপটি কখন নেওয়া হবে তা পরিস্থিতির উপর ভিত্তি করে এপ্রিলের মাঝামাঝি সময়ে নেওয়া হবে।
মন্ত্রী আবারও জোর দিয়ে বলেন এপ্রিল মাসে অস্ট্রিয়ায় কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তাই তিনি বাড়িতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে হোম ওয়ার্ক সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এই ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারও প্রধান করেছেন।
তিনি এই ব্যাপারে অভিভাবকদের প্রতিও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। শিক্ষা মন্ত্রী বলেন, কেবল মাত্র “কম ব্যাখ্যামূলক বিষয়গুলিতে” জোর দিতে হবে,যেমন ভূগোল হিসাবে গণিত নয় । Matura অর্থাৎ স্কুল/কলেজ(দ্বাদশ ক্লাশ) সমাপনী পরীক্ষা নির্ধারিত সময় আগামী ১৪ ই মে হবে কিনা, এই ব্যাপারে সিদ্ধান্ত এপ্রিলের মাঝামাঝি । ইস্টারের পরে পরিস্থিতির উপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে জানানো হবে। তিনি আরও জানান এই বৎসর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফর স্থগিত করা হয়েছে।
4,238 total views, 1 views today