ভোলায় সাংবাদিক নির্যাতনে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের তীব্রনিন্দা

নিউজ ডেস্কঃ আজ অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলায় সাংবাদিক সাগর চৌধুরির উপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জসিম হায়দারের ছেলে নাবিল। তিনি মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার রাজমনি সিনেমার সামনে আটক করে অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক সাগর চৌধুরীকে গুরুতর আহত করে।
এ ঘটনায়, অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্রনিন্ধা জানান। সেই সাথে হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান ।
3,464 total views, 1 views today