করোনার থাবায় অষ্ট্রিয়ায় বেকার ৫,৬২,৫২২ জন

নিউজ ডেস্কঃ আজ সকাল টার তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে জন্য বেকার হয়ে পড়েছেন ৫,৬২,৫২২ (+১,৯৩,৫৪৩ ) জন । যা ১৯৪৬ সালকে ছাড়িয়ে রেকর্ড করলো ।অষ্ট্রিয়ার নিয়ম অনুযায়ী এদের সবাইকেই বেকার ভাতা দেয়া হবে ।    

এদিকে অষ্ট্রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১০,৪০৭ জনে দাঁড়াল । এদিকে সুস্থ   হয়ে বাড়ি  ফিরছেন ,৪৩৬ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৬ জনে  দাঁড়াল । অন্যদিকে  নুতন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ১০,৪০৭ জন ।                        
অষ্ট্রিয়ায় সর্বমোট ৫,৮০০ জনকে  করোনার পরীক্ষা করা  হয়েছে । এরমধ্যে ১০,৪০৭  জনকে শনাক্ত  করা  হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে, Tirol এ আক্রান্তের সংখ্যা,৪০১   জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ,৬৫৬  জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ,৬৭৬ জন,   রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ,৪১৮ জন,  Steiermark এ আক্রান্তের সংখ্যা  ১,০৬৩  জন, Salzburg৪৯ জন, এবং Voralberg৫৯ জন।আইসিইউ তে  আছেন ২১৫ জন ।

 4,704 total views,  1 views today