করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাইরোলজিস্ট গীতা রামজীর মৃত্যু

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ বিভিন্ন সংবাদ মাধ্যমে বল হয়েছে যে,দক্ষিণ আফ্রিকার সেরা নারী বিজ্ঞানীর খেতাব পাওয়া ভারতীয় বংশোদ্ভূত গীতা রামজি দক্ষিণ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এইচ আই ভি ভাইরাসের ভ্যাকসিন গবেষণায় একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন।                        

এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কোনো রোগে ভুগছিলেন না। ৬৪ বছর বয়সী ওই বিজ্ঞানীর করোনা ভাইরাসের কোনো উপসর্গও দেখা যায়নি। তা সত্ত্বেও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা পর তার শরীরে কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়েছে। কিন্তু চিকিৎসার শুরু করার পূর্বেই তিনি মৃত্যু বরণ করেন।                                  

আর তাই নিয়েই আক্ষেপ করছেন দক্ষিণ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট গ্লেনডা গ্রে। এক বিবৃতি দিয়ে গ্লেনডা গ্রে জানিয়েছেন, ‘অধ্যাপক গীতা রামজি কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। বুধবার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন আমাদের প্রতিষ্ঠান এবং বিশ্ব একজন শ্রেষ্ঠ চিকিত্সা বিজ্ঞানীকে হারালো।

দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৩৮০ এবং মৃতের সংখ্যা ৫ জন।

 3,753 total views,  1 views today