ব্রাজিলের দুর্গম আমাজন বনেও মিললো করোনা রোগী!

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ দুর্গম আমাজনেও মিললো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। আমাজন বনের একটি গ্রামে উপজাতি এক নারীর দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের আমাজন রাজ্যের মেনাস শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের একটি গ্রামে কোকামা উপজাতির ১৯ বছর বয়সী এক নারীর দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ বিষয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দুর্ভাগ্যবশত, আমদের একজন উপজাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে ওই নারীর নাম এবং পরিচয় বিস্তারিতভাবে বলা হয়নি।
জানা গেছে, আক্রান্ত ওই নারী একজন স্বাস্থ্যকর্মী যিনি আমাজনের দুর্গম গ্রামগুলোতে গিয়ে চিকিৎসা সেবা দেন। সম্প্রতি সময়ে গলা ব্যথা এবং জ্বরে আক্রান্ত হন ওই নারী। এদিকে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাজনে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন। দুর্গম আমাজন বনে প্রায় ৮৫ হাজার উপজাতি বসবাস করেন। এ পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৭,০২২ জন এবং মৃত্যু বরণ করেছেন ২৫২ জন।
4,147 total views, 1 views today