অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২,০২২ জন

নিউজ ডেস্কঃ আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২,০২২ জন ।এদিকে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১১,৩৮৩ জনে দাঁড়াল ।
অষ্ট্রিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন ১৬৮ জন। অন্যদিকে অষ্ট্রিয়ায় সর্বমোট ৯৮,৩৪৩ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ১১,৩৮৩ জনকে শনাক্ত করা হয়েছে । বেশী আক্রান্ত হয়েছে, Tirol এ আক্রান্তের সংখ্যা ২,৫৯৫ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৮৩৬ জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৮২৮ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ১,৬৬১ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ১,২০৫ জন, Salzburg এ ১,০৩৮ জন, এবং Vorarlberg এ ৭১০ জন। আইসিইউ তে আছেন ২৪৫ জন ।

আজ অষ্ট্রিয়ার প্রধান মন্ত্রী স্বয়ং নিজে মাস্ক পড়ে পার্লামেন্টে হাজির হন । তিনি জনগনের উদ্দেশে বলেন, “আমরা অবশ্যই এই দুর্যোগ মোকাবেলা করে ফিরে আসবো” ।
আগামী ৬ এপ্রিল সোমবার থেকে যারা অতি জরুরি কাজে বাহির হবেন,তারা অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে ।
4,319 total views, 1 views today