করোনায় আক্রান্ত হয়েছেন CNN এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন

অন লাইন ডেস্ক থেকে কবির আহমেদঃ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। একদিন আগে থেকে তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি টেস্ট করেন। শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর। বাল্ডউইন সিএনএন এর দ্বিতীয় উপস্থাপক যার করোনা পজিটিভ পাওয়া গেছে। ক্রিস কুয়োমো নামে আরেক উপস্থাপকেরও করোনা ধরা পড়ে চলতি সপ্তাহের প্রথমে। ব্রুক বাল্ডউইন কাজ করেন সিএনএন এর নিউইয়র্ক সিটির অফিসে। তিনি সব নিয়ম-কানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।
তথ্য সূত্র:CNN
4,232 total views, 1 views today