“দুঃখের ভীতর,খুশির খবর” অষ্ট্রিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২,৫০৭ জন

নিউজ ডেস্কঃ আজ ৪ এপ্রিল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২,৫০৭ জন ।এদিকে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১১,৬৬৫ জনে দাঁড়াল । হাসপাতালে চিকিৎসাদিন আছেন ১,০৭৪ জন ।সব চেয়ে খুশির খবর হল গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশী ।
অষ্ট্রিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন ১৮৬ জন। অন্যদিকে অষ্ট্রিয়ায় সর্বমোট ১,০৪,১৩৪ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ১১,৬৬৫ জনকে শনাক্ত করা হয়েছে ।
বেশী আক্রান্ত হয়েছে, Tirol এ আক্রান্তের সংখ্যা ২,৬৫৮ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৮৯০ জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,৮৬০ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ১,৬৭৯ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ১,২৬৩ জন, Salzburg এ ১,০৫৯ জন, এবং Vorarlberg এ ৭২২ জন। আইসিইউ তে আছেন ২৪৫ জন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা সুস্থ আছেন ।
4,495 total views, 1 views today