সৌদি আরবে বাংলাদেশী ডাক্তার আফাক হোসেনের দাফন সম্পন্ন

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ সৌদি আরবে করোনা ভাইরাসে নিহত বাংলাদেশী ডাক্তার আফাক হোসেনের জানাজা, মদিনা মনোয়ারায় জান্নাতুল  বাকীতে দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য সৌদি আরবে করোনা মোকাবেলায় ডাক্তার আফাক হোসেন করোনায় আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি অসংখ্য করোনা রোগীকে সেবা দিয়ে সুস্থ্য করে তুললেও অবশেষে নিজেই করোনা ভাইরাসের কভিট-১৯ দ্বারা সংক্রমিত হয়ে পড়েন।                                                          
গত ৩০ মার্চ সৌদি আরবের মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নিহত মরহুম আফাক হোসেন যশোরের খাজুরা এলাকার জহুরপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আমজাদ হোসেন মাস্টারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বর্তমানে তার স্ত্রী জেসমিন জাহান শিরিন সৌদি আরবে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।                                                                                                                                                                                               উল্লেখ্য, ডাক্তার আফাক হোসেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হয়ে এমবিবিএস পাস করেন। পরে চিকিৎসা সেবায় অর্থপেডিক্স বিভাগে  বিশেষ প্রশিক্ষনে তিনি দির্ঘদিন ইরানে ডাক্তারি  প্রাকটিস করেন। যশোর এসে রেলরোডে বুশরা অর্থপেডিক্স ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠান তৈরী করেন।                                                  
সর্বশেষ ২০০০ সালে তিনি স্বপরিবারে সৌদিতে পাড়ি জমান। মৃত্যুর আগ পর্যন্ত  তিনি মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে অর্থপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী এবং  তিনি মদিনার একটি ফ্লাটে বসবাস করতেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং দোয়া করি আল্লাহ্ যেন উনাকে শহীদের মর্যাদা দান করেন,আমিন ।  

 4,362 total views,  1 views today