আশার আলো দেখতে পাচ্ছে অষ্ট্রিয়ার জনগন

নিউজ ডেস্কঃ আজ ৬ এপ্রিল বেলা ১ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩,৪৬৩ জন ।এদিকে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে এখন ১,২০৭২ জনে দাঁড়াল । হাসপাতালে চিকিৎসাদিন আছেন ১,০৭৪ জন । সব চেয়ে খুশির খবর হল গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন অনেক বেশী, তাই জনমনে আস্থার সঞ্চয় হয়েছে ।
অষ্ট্রিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন ২২০ জন। অন্যদিকে অষ্ট্রিয়ায় সর্বমোট ১,১১,২৯৬ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ১২,০৭২ জনকে শনাক্ত করা হয়েছে । আইসিইউ তে আছেন ২৫০ জন ।

আজ সোমবার থেকে অষ্ট্রিয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক কার্যকর হয়েছে । যদি কেউ মাস্ক ছাড়া অতি জরুরী কাজে বের হন তবে ৩,৬০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে । এ ছাড়া আগামী ১৪ এপ্রিল থেকে ট্রাম, বাস, মেট্রো এবং ট্রেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ।
এদিকে আজ ১১ টার সময় অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী, উপ- প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী যৌথভাবে সংবাদ সম্মেলনে হাজির হন । প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে কিছু দিক নির্দেশনা দেন । তিনি বলেন, যদি করোনার পরিস্থিতি বর্তমান অবস্থায় থাকে তবে আগামী ১৪ এপ্রিল থেকে আইন-কানুন কিছুটা শিথিল করা হবে । তিনি আরও বলেন, আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে । পরিস্থিতি উন্নিতি হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এবং সবশেষে হোটেল রেস্টুরেন্ট খুলে দেয়া হবে ।
6,960 total views, 1 views today