করোনার যুদ্ধে হেরে গেলেন দাওয়াতুল ইসলামের সদস্য মাও: আব্দুল মুকিত

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ গতকাল ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের বাংলাদেশ কমিউনিটির  দাওয়াতী সংগঠন “দাওয়াতুল ইসলাম” এর অন্যতম সদস্য মাওলানা আব্দুল মুকিত মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন) । তিনি দাওয়াতুল ইসলামের  একজন একনিষ্ঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে সকলের নিকট অতি শ্রদ্ধাশীল ছিলেন।  
তিনি পূর্ব লন্ডনে বসবাস করতেন । জানা গেছে, মাত্র ৩ সপ্তাহ পূর্বে তিনি বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত সফর শেষে লন্ডনে ফিরে যান । ওনার দেশের বাড়ি  সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামে ।

 মাওলানা আব্দুল মুকিত এর  মৃত্যুতে স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।   

 4,395 total views,  1 views today