“করোনাভাইরাস” অষ্ট্রিয়ায় অন্ধকারে আশার আলো

নিউজ ডেস্কঃ আজ ৭ এপ্রিল বিকেল ৬ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪,০৪৬ জন ।এদিকে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে এখন ১,২৫৯২ জনে দাঁড়াল । হাসপাতালে চিকিৎসাদিন আছেন ১,১০০ জন । সব চেয়ে খুশির খবর হল গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন অনেক বেশী, তাই জনগন আশার আলো দেখতে পাচ্ছেন ।
অষ্ট্রিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন ২৫২ জন। অন্যদিকে অষ্ট্রিয়ায় সর্বমোট ১,১৫,২৩৫ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ১২,৫৯২ জনকে শনাক্ত করা হয়েছে । আইসিইউ তে আছেন ২৪৩ জন ।
এদিকে Tirol এর Innsbruck এ ৯৫ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন, উনি আজ সুস্থ হয়েছেন । এ জন্য অষ্ট্রিয়ার জনগন আরও বেশী আশাবাদী হয়ে উঠছেন ।
4,618 total views, 1 views today