বাংলাদেশীদের পক্ষ থেকে ইতালি সরকারকে আর্থিক অনুদান প্রদান

ইতালি থেকে, নিজস্ব প্রতিনিধিঃ প্রবাসী বাংলাদেশীর পক্ষ থেকে ইতালি সরকারকে আর্থিক সহায়তা প্রদান । প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালি এখন লকডাউন। তবুও আশানুযায়ী এখনো থামছে না আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। দেশটির সরকার সর্বেোচ্চ চেষ্টায় নাগরিকদের পাশে দাড়িয়েছে। দেশটিতে বসবাসরত সকলকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে । তবুও কিছুটা আন্তরিকতা ও মানবিকতার দিক থেকে বাংলাদেশী প্রবাসীদের পক্ষ থেকে ইতালির পাশে দাড়িয়েছে।                                                                                                                                                                                                                                                        উত্তর ইতালির মনছা‘য় বাংলাদেশী ওয়েলফেয়ার ( বায়তুন নুর মনছা) এর উদ্যোগে হসপিটালে সানজেরাদ্দ মনছা কর্তৃপক্ষকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এই সংগঠনের পক্ষ হতে ইতালিতে অবস্থানরত বাংলাদেশী কর্মীবৃন্দ ৫৫০০  ইউরো বা বাংলাদেশী টাকায় প্রায় ৫ লক্ষ টাকা ইতালির মনজা হসপিটালে সানজেরাদ্দ মনছা ফান্ডে জমা করেন।
বাংলাদেশী ওয়েলফেয়ার ( বায়তুন নুর মনছা ) সংগঠনের সভাপতি জাকির হোসেন সহ সাবাই মনছায় বসবাসরত প্রবাসীদের নিয়মিত খোজ খবর রাখছেন। তিনি এই আর্থিক সহযোগিতার জন্য প্রবাসী বাঙালির প্রতি ধন্যবাদ জানান। এছাড়াও হসপিটালে সানজেরাদ্দ মনছা কর্মকর্তা ও মনছায় বসবাসরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই অর্থ সংগ্রহে সার্বিকভাবে সহযোগিতা করছেন মোসারফ হোসেন, রাজু মোহাম্মদ, হাসনাত, মহসিন, আবদুল মতিন, ফারুক ভুঈয়া প্রমূখ।

 4,206 total views,  1 views today