ইতালির ফ্লোরেন্সের রাজধানী তোসকানায় পুরানো হাইওয়ে ধ্বস, ২ জন আহত

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ ইতালির প্রাচীন ও ঐতিহাসিক প্রদেশ ফ্লোরেন্সের রাজধানী তোসকানায় ব্যস্ত পুরানো হাইওয়ে ধ্বসে পড়ে । ইতালির লিগুরিয়া এবং টোসকানার মধ্যেকার সংযোগকারী প্রধান রাষ্ট্রীয় হাইওয়ে ব্রীজটি স্থানীয় সময় সকাল দশটায় বিকট শব্দে ভেঙে পড়েছে। রোমে ইতালির পরিবহন মন্ত্রী দুই জন আহতের কথা জানিয়েছেন।
তিনি আরও জানান দেশব্যাপী লক ডাইনের কারনে ব্রীজটিতে কোনো গাড়ি ছিলো না। নতুবা দুই প্রদেশের মধ্যে সংযোগকারী এই সড়কটি সব সময়ই গাড়িতে পরিপূর্ণ থাকে। ধসে পড়ার সময় ব্রীজের উপর কেবলমাত্র দুইটি ছোট ছোট লরি ছিল।
আহত দুই চালককে বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে গত নভেম্বর মাসে ব্রীজটিতে সামান্য ফাটল ধরা পড়েছিলো। স্থানীয় প্রকৌশলীরা সেটি মেরামত করে পুনরায় গাড়ি চলাচলের জন্য খুলে দিয়েছিল। ইতালির যোগাযোগ মন্ত্রনালয় দুর্ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
তথ্যঃ ইউরো নিউজ
3,882 total views, 1 views today