অষ্ট্রিয়ার আকাশ থেকে কালো মেঘ কাটতে শুরু করছে

নিউজ ডেস্কঃ আজ ছিল অষ্ট্রিয়ায় ইস্টার সানডে । প্রতি বছর এইদিনে মহা ধুমধাম করে এই উৎসব অনুষ্ঠিত হত কিন্তু এই মহামারী করোনার ফলে সবাই লক ডাউনে । কেউ আর গির্জায় জেতে পারবেনা ।ঘরে বসেই এ উৎসব পালন করতে হবে ।  

এদিকে আজ আরও ৩৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন । এনিয়ে সর্বমোট ,৯৮৭ জন সুস্থ  হয়ে বাড়ি ফিরলেন । সময়মত পদক্ষেপ নেওয়ার ফলেই এই সুফল দেখতে পাচ্ছে অষ্ট্রিয়ার জনগন । ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে অষ্ট্রিয়ায়  প্রথম করোনায় আক্রান্ত সনাক্ত হয়। তারপর মাত্র দুই সপ্তাহের মধ্যে অনেকটা  তড়িঘড়ি সারা দেশ লক ডাউন করে দেয় অষ্ট্রিয়ান সরকার । যার ফলশ্রুতিতে আজ  প্রায় ১ মাস পর এই লক ডাউনের  সুফল ধীরে ধীরে আলোর পথেই হাঁটছে জনগন। মনে হয় অষ্ট্রিয়ার আকাশ থেকে কালো মেঘ কাটতে  শুরু করছে ।                                                                                           

আগামী ১৪ এপ্রিল থেকে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি খুলে দেয়া হবে । ইউরোপের মধ্যে এই প্রথম অষ্ট্রিয়া যা, লকডাউন থেকে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরার পথে । এজন্য অষ্ট্রিয়ার জনগন প্রধানমন্ত্রী কে ধন্যবাদও  জানান ।

এদিকে অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুরছের দেশবাসীর প্রতি আবেদন করে বলেন, “করোনা ভাইরাসটি থেকে এখনও আমরা জয়ী হতে পারি নি ! দয়া করে কারও সাথে দেখা করবেন না” অর্থাৎ সামাজিক দূরত্ব বজায়  রেখে চলুন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুরছ  ইস্টারের ছুটির কিছুক্ষণ আগে আবার সামাজিক দূরত্বের ডাক দিয়েছেন। তিনি জানান ইস্টারে কোনও পারিবারিক উৎসব উদযাপিত হবে না ।  

প্রধানমন্ত্রী বলেন,”দয়া করে বাড়িতে থাকুন, কারও সাথে দেখা করবেন না, নিজের দূরত্ব বজায় রাখুন।” বাসায় থেকে যদি দূরত্ব বজায় না রাখেন তবে বড় ধরনের বিপদ ডেকে আনবেন । তাই ঘরেই থাকুন এবং দূরত্ব বজায় রেখে চলুন ।                                                                                             

আজ ১২ এপ্রিল বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৬,৯৮৭ জন যা পূর্বের  দিনের  চেয়ে ৩৮৩ জন বেশী। এদিকে   আক্রান্তের সংখ্যা মাত্র ১৪৭ জন বেড়ে এখন ১৩,৮৭৭ জনে  দাঁড়াল । হাসপাতালে  চিকিৎসাদিন আছেন  ,০৩৫ জন । তবে দুঃখ জনক হলেও সত্য, আজ অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা সর্বমোট এখন ৫০ জনে দাঁড়াল ।  অন্যদিকে আইসিইউ তে আছেন ২৪৩ জন ।  সর্বমোট করোনা পরীক্ষা হয়েছে ,৪৪,৮৭৭ জন এবং পজেটিভ ১৩,৮৯৪ জন ।  

আগামী সোমবার থেকে অষ্ট্রিয়ায় বাস, ট্রাম, মেট্রো, ট্রেন এমন কি প্রাইভেট গাড়ি চালাতেও মাস্ক পরা বাধ্যতামূলক । এর ব্যতিক্রম হলেই জরিমানা গনতে হবে ।  

 6,501 total views,  1 views today