মাত্র ১২ ঘণ্টা পর অষ্ট্রিয়ায় লকডাউন কিছুটা শিথিল হতে যাচ্ছে

নিউজ ডেস্কঃ আর মাত্র ১২ ঘণ্টা পর অষ্ট্রিয়ায় লকডাউন কিছুটা শিতিল হতে যাচ্ছে । আগামী দিন ১৪ এপ্রিল ভোর ৬ টা থেকে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি খুলে দেয়া হবে । ইউরোপের মধ্যে এই প্রথম অষ্ট্রিয়া যা, লকডাউন থেকে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরছে । দীর্ঘ ১ মাস পর অষ্ট্রিয়ার জনগন স্বাভাবিক জীবন যাত্রার দিকে যাচ্ছে । তবে শিথিল এর ভীতরও জনগণকে মাস্ক পড়ে এবং ১ মি দূরত্ব বজায় রেখে চলতে হবে । সরকার এ ব্যাপারে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছেন ।

আজ ১৩ এপ্রিল বিকেল ৬ টার সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৭,৩৪৩ জন যা পূর্বের দিনের চেয়ে ৩৫৬ জন বেশী। এদিকে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে এখন ১৪,০৮০ জনে দাঁড়াল । হাসপাতালে চিকিৎসাদিন আছেন ৯৮১ জন । তবে দুঃখ জনক হলেও সত্য, আজ অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা সর্বমোট এখন ৩৬৮ জনে দাঁড়াল । অন্যদিকে আইসিইউ তে আছেন ২৩৯ জন । সর্বমোট করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১,৫০,০০০ জন এবং পজেটিভ ১৪,০৮০ জন ।
6,243 total views, 1 views today