আজ থেকে আশার আলো অষ্ট্রিয়ায়,করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক মাস পর লকডাউন শেষে আজ ঘর থেকে বাহির হয়েছে অষ্ট্রিয়ার জনগন । তবে তুলনামূলক ভাবে অনেক কম । সরকারের সিদ্ধান্ত মোতাবেক ছোট ছোট দোকানপাট আজ খুলছে । অস্ট্রিয়ায় আজ সর্বমোট ১৪,৩০০ টি দোকান পুনরায় খুলে দেয়া হয়েছে । সকাল ৭: ৪০মি. থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকান খোলা থাকবে ।এদিকে বাড়ি/বাগান এর দোকান যেমন, OBI, Bauhaus মার্কেটগুলিতে ছিল উপচে পরা ভীর । ক্রেতাদেরকে দীর্ঘক্ষণ লাইন দিয়ে থাকতে হয়েছে ,সরকারের নিয়ম মেনে সবাই ১মি. দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরেই সবাই বাড়ির থেকে বেড় হয়েছে ।

অন্যদিকে দিকে আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ১৪৪ জন নুতন করে আক্রান্ত হয়েছে । এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,১৫৯ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৬৩৩ জন । সর্বমোট মৃত্যু বরন করেছেন ৩৮৪ জন । আইসিইউ তে আছেন ২৩৯ জন । করোনা পরীক্ষা করা হয়েছে ১,৫১,৭৯৬ জন । সর্বমোট পজেটিভ ১৪,১৫৯ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা সবাই সুস্থ আছেন ।
7,395 total views, 1 views today