অষ্ট্রিয়ায় খেলাধূলা ও শরীর চর্চার উপর কিছুটা শিথিলতা ঘোষণা

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ ফুটবল খেলা হবে তবে স্টেডিয়ামে দর্শক থাকবে না। তবে ফিটন্যাস সেন্টার অব্যাহত বন্ধ থাকবে।
আজ ভিয়েনায় অস্ট্রিয়ার ক্রিয়া মন্ত্রী ও ভাইস চ্যান্সেলর Werner Kogler করোনায় স্থগিত হওয়া কিছু খেলা-ধূলা ও শরীর চর্চার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলেছেন।
তারমধ্যে একক খেলা-ধূলাই বেশী। রাস্তায় জগিং করা বা দৌড়াতে এখন আর কোনো বাধা নিষেধ নাই তবে একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে দৌড়াতে পারবে।

অন্যান্য খেলার মধ্যে টেনিস,গল্ফ এবং এথলেটিকসের উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আরও প্রত্যাহার করা হয়েছে ঘোড় দৌড়,স্কাই গ্লাইডিং ইত্যাদি। ফুটবল খেলা যাবে তবে স্টেডিয়ামে কোনো দর্শক থাকতে পারবে না। বিভিন্ন ক্লাব,দল বা ক্রীড়া সংগঠনের তাদের অফিস সমূহকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।
5,931 total views, 1 views today