অষ্ট্রিয়ায় করোনাভাইরাসের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করছে

নিউজ ডেস্কঃ গত ১ সপ্তাহ যাবৎ অষ্ট্রিয়ায় করোনাভাইরাসের সংখ্যা আস্তে আস্তে কমের দিকেই যাচ্ছে । ইতিমধ্যে গত ১৪ এপ্রিল থেকে ছোট ছোট দোকানগুলি খুলে দিয়েছে । আর এ জন্য জনগন ভীষণ খুশী । এদিকে আগামী ২০ এপ্রিল থেকে সমস্থ খেলা- ধুলা চলবে । গতকাল অস্ট্রিয়ার ক্রিড়ামন্ত্রী ও ভাইস চ্যান্সেলর Werner Kogler করোনায় স্থগিত হওয়া কিছু খেলা-ধূলা ও শরীর চর্চার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলেছেন।
তারমধ্যে একক খেলা-ধূলাই বেশী। রাস্তায় জগিং করা বা দৌড়াতে এখন আর কোনো বাধা নিষেধ নাই তবে একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে দৌড়াতে পারবে। অন্যান্য খেলার মধ্যে টেনিস,গল্ফ এবং এথলেটিকসের উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আরও প্রত্যাহার করা হয়েছে ঘোড় দৌড়,স্কাই গ্লাইডিং ইত্যাদি। ফুটবল খেলা যাবে তবে স্টেডিয়ামে কোনো দর্শক থাকতে পারবে না। বিভিন্ন ক্লাব,দল বা ক্রীড়া সংগঠনের তাদের অফিস সমূহকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ১০৩ জন নুতন করে আক্রান্ত হয়েছে । এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৪৫২ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,৯৮৬ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৪১০ জন । হাসপাতালে আছেন ৯৬৭ জন । আইসিইউ তে আছেন ২৩৮ জন ।
5,339 total views, 1 views today