ডেনমার্কে ১৫ এপ্রিল বুধবার থেকে সব স্কুল খুলে দিয়েছে

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ    ডেনমার্ক করোনার কারনে প্রায় চার সপ্তাহ বন্ধ থাকার পর ১৫ ই এপ্রিল বুধবার থেকে স্কুল খুলে দিয়েছে। ডেনমার্কই প্রথম ইউরোপীয় দেশ যারা লক ডাউনের পর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিল।                          

ডেনমার্ক থেকে সংবাদ সংস্থা এএফপি জানান কভিট -১৯ মহামারী রোধ করার চেষ্টায় গত ১২ ই মার্চ থেকে বন্ধ হওয়া নার্সারি, কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়গুলি আবার খুলে দেওয়া হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। ডেনমার্ক সরকারের শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকরা একটি ফেসবুক একাউন্ট খুলেছেন। খোলার অব্যাহতি পরেই দেশব্যাপী এই পেজের সদস্য সংখ্যা ৪০,০০০ হয়ে যায়।                                      

একজন লিখেছেন ‘আমাদের সন্তানরা গিনিপিগ না, যে আপনারা এই ভয়ংকর মহামারী সম্পূর্ণ সেরে উঠার পূর্বেই বাচ্চাদের বিপদে ঠেলে দিয়েছেন। তবে ডেনমার্কের প্রায় অর্ধেক পৌরসভা এবং কোপেনহেগেনের প্রায় ৩৫ শতাংশ স্কুল পুনরায় চালু হচ্ছে। বাকী শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় এখনও কিছুটা স্বাস্থ্য ঝুঁকি থাকায় সেগুলি খোলার ব্যাপারে ২০ এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্বোধনী অনুষ্ঠানে আকস্মিক একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি টিভি-২ নিউজ সম্প্রচারকে এক সাক্ষাত্কারে বলেন আজ আমি ভীষণভাবে আনন্দিত কেননা দীর্ঘ চার সপ্তাহ পর আমাদের সন্তানেরা তাদের সহপাঠীদের পেয়ে অনেক আনন্দিত। তিনি আরও বলেন,আমি জানি শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলায় অভিভাবক ও শিক্ষার্থীদের কিছুটা অতিরিক্ত সতর্কতার মধ্যে থাকতে হবে।