চীন এমন কিছু জানে, যা আমরা জানিনা– ফ্রান্সের প্রেসিডেন্ট

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ এবার করোনাভাইরাস নিয়ে চীনের সমালোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট “চীন এমন কিছু জানে যা আমরা জানিনা” – ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারা বিশ্বে ভয়ংকর মহামারী আকারে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যে এই ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দের লাখ মানুষ । আর এই চীনের বিরুদ্ধে করোনা ভাইরাস তৈরীর অভিযোগ তুলেছে বিশ্বের অনেক দেশ ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর চীনের বিরুদ্ধে এবার তোপ দাগালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। ১৬ এপ্রিল বিকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ এর সাথে এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেন- ‘করোনা’ ভাইরাস বিষয়ে চীন এমন কিছু জানে যা আমরা জানিনা। চীন প্রথম থেকেই বিষয়টি নিয়ে গোপনীয়তা নিয়েছে এবং সত্য নিয়ে লুকোচুরি খেলছে । ‘করোনা’ ভাইরাসের সত্যটি কী ? ‘করোনার’ ভয়াবহতা কী এবং চীনে প্রকৃতপক্ষে কী ঘটেছিলো তা নিয়ে চীন কঠোর গোপনীয়তা অবলম্বন করেছে এবং এখনও করে চলেছে ।
তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিন কয়েক পূর্বে চীনের বিরুদ্ধে একই অভিযোগের তীর ছুড়েছিলেন । এবার ‘করোনা’ নিয়ে চীনের বিরুদ্ধে একই অভিযোগ দাগালেন বিশ্বের অন্যতম পরাশক্তি ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন তবে চীন প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। অবশ্য চীন আজ তার দেশে মৃতের সংখ্যা সংশোধন করেছে। চীন বলেছে করোনায় মৃতের সংখ্যায় তার দেশে ১,২৯০ জন কম লিপিবদ্ধ হয়েছিল। ফলে এখন চীনে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৩৬ জনে। ফ্রান্সে এই পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১,৬৫,০২৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৭,৯২০ জন। আইসিইউ ও ক্রিটিকাল আছেন ৬,২৪৮ জন এবং সুস্থ হয়েছেন ৩২,৮১২ জন।
তথ্যঃ CNN / Financial Times
4,123 total views, 1 views today