এবার করোনা যুদ্ধে জয়ী হলেন অষ্ট্রিয়ার ৯৮ বছর বয়স্কা বৃদ্ধা

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ ৯৮ বৎসর বয়স্কা অস্ট্রিয়ান বৃদ্ধা মহিলার করোনা থেকে সুস্থতা লাভ করেছেন । দক্ষিণ অস্ট্রিয়ার Kärnten প্রদেশের ৯৮ বৎসর বয়স্ক মহিলা Gerlinde Untetherzog ঠাণ্ডা,জ্বড় ও কাশি নিয়ে গত ২ এপ্রিল Villach জেলার স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। মহিলা বলেন যেহেতু আমার বয়স ৯৮ তাই আমি করোনা রোগীর ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যে ছিলাম। আমি বেশ ক্লান্ত বোধ করছিলাম এবং কিছু খেতে পারছিলাম না। কিন্তু আমার মনোবল বেশ চাংঙ্গা ছিল। আমার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল আমি আর অন্য কোন রোগে আক্রান্ত ছিলাম না। এটি সবই ছিল আশ্চর্যজনক, আমি ছিলাম শুধু ক্লান্ত ছিলাম এবং ক্ষুধাও ছিল না।                                                 

যদিও ৯৮ বছর বয়সী এই বয়সটি ঝুঁকি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং কমপক্ষে দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের কারণে নয়, তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে চলে যেতে পেরেছিলেন। Villach হাসপাতালের কোভিড ওয়ার্ডের সিনিয়র চিকিত্সক Angelika Kugi বলেন, ভাগ্যক্রমে, তার অসুস্থতা তেমন  গুরুতর ছিল না অন্য কোনো রোগ না থাকায় দ্রুত সুস্থতা লাভ করেছেন। তিনি শুধুমাত্র অল্প সময়ের জন্য আইসিইউ তে ছিলেন। যখন নিজের থেকেই শ্বাস নিতে পারছিলেন তখন তাকে পুনরায় সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল। তারপর সাধারণ ওয়ার্ডেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। আজ বাড়ি ফিরার পূর্বে Gerline বলেন আমি হাসপাতালে অবস্থান অবস্থায় ডাক্তার ও নার্সরা সারাক্ষণ আমার যে সেবা যত্ন করেছেন তার জন্য আমি তাদের নিকট কৃতজ্ঞ।  

 4,559 total views,  1 views today