অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৫১০ জন

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৫১০ জন । এনিয়ে সর্বমোট সুস্থ হয়েছে ১০,২১৪ জন । অন্যদিকে অষ্ট্রিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন কমের দিকেই যাচ্ছে । আজ আক্রান্তের সংখ্যা মাত্র ৭৬ জন । জনগন এ জন্য অন্ধকার থেকে আশার আলো দেখতে পাচ্ছে । সরকার যথা সময়ে পদক্ষেপ নেয়ার ফলে এই আশার আলো ।

এদিকে আজ অষ্ট্রিয়ার জনগন কিছুটা বেশী বাড়ির থেকে বেড় হয়েছে । অন্যদিকে আগামী সোমবার থেকে লকডাউন আরও কিছুটা শিথিল করে সমস্থ খেলা- ধুলা চলবে বলে ঘোষণা দিয়েছেন। তারমধ্যে একক খেলা-ধূলাই বেশী। রাস্তায় জগিং করা বা দৌড়াতে এখন আর কোনো বাধা নিষেধ নাই তবে একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে দৌড়াতে  পারবে। অন্যান্য খেলার মধ্যে টেনিস,গল্ফ এবং এথলেটিকসের উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আরও প্রত্যাহার করা হয়েছে ঘোড় দৌড়,স্কাই গ্লাইডিং ইত্যাদি। ফুটবল খেলা যাবে তবে স্টেডিয়ামে কোনো দর্শক থাকতে পারবে না। বিভিন্ন ক্লাব,দল বা ক্রীড়া সংগঠনের তাদের অফিস সমূহকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে অষ্ট্রিয়ার জনপ্রিয় ফাস্ট ফুডের দোকান McDonalds খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে ভীতরে বসে কেউ খেতে পারবে না । শুধু ডেলিভারী সার্ভিস দেয়া হবে ।

অন্যদিকে আজ বিকেল ৪ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র  ৭৬   জন নুতন করে আক্রান্ত হয়েছে ।এনিয়ে  সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৬৭১  জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,২১৪   জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৪৩ জন ।হাসপাতালে ভর্তি আছেন ৮৫৫ জন ।  আইসিইউ তে আছেন ২০৮ জন । করোনা পরীক্ষা করা  হয়েছে ,৭৫,৯৩২ জন ।  সর্বমোট  পজেটিভ ১৪,৬৭১ জন।    

 5,861 total views,  1 views today