কানাডায় বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যেই কানাডায় গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) নামের এক বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের পোশাক পড়ে হামলা চালানো বন্দুকধারীও নিহত হয়েছেন। আরও অনেকে হতাহত হয়েছেন আশঙ্কা করছে দেশটির পুলিশ। খবর বিবিসি ও সিএনএন।
শনিবার রাতে নোভা স্কটিয়া প্রদেশের অঞ্চলের পোর্টেপিকে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হামলাকারী বন্দুকধারী ও নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, একটি গাড়িতে চড়ে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী।
নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।যেখানে বিশ্ববাসী একটি অদৃশ্য অনুজীবের ছোবলে পৃথিবীর মানুষ আতংকিত সেই অবস্থায় আজকের ঘটনাটি আমাদের কে খুব বেশি আতংকিত করেছে। এটি কারো কাম্য ছিল না।
এক টুইট বার্তায় নোভা স্কটিয়া পুলিশ জানায়, গাড়িটির পেছনের দিকে যাত্রী বসার জানালার ওপরদিকে লেখা ছিল ২৮বি১১। অথচ আরসিএমপির গাড়ির নম্বরপ্লেটে হ্যাশ চিহ্ন রয়েছে, যা হামলাকারীর গাড়িতে ছিল না। ২৮বি১১ নম্বরের গাড়ি দেখলে তাৎক্ষণিকভাবে ৯১১ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে পুলিশ।
এদিকে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর শোক প্রকাশ করে বলেন আমরা কানাডিয়ানরা কখনো এসব ঘটনা কামনা করিনি। এর নিন্দা জানানোর ভাষা নেই।
তিনি আরো বলেন খুব অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা তদন্ত পূর্বক সংশ্লিষ্ট সকলকে কঠিন থেকে কঠোর শাস্তির আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
5,684 total views, 1 views today