সৌদি আরবে পবিত্র রমজান মাসে তারাবীহ্ এবং ওয়াক্তের নামাজ বাসায় পড়ার নির্দেশ

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ সকলকে পবিত্র রমজান মাসে তারাবীহ্ এবং ওয়াক্তের নামাজ বাসায় পড়ার অনুরোধ জানিয়েছেন। সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ রবিবার রিয়াদে এক বৈঠকে মিলিত হয়ে এই আহবান জানান। পরিষদের সিনিয়র সদস্যদের মধ্যে সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শাইখ ও উপস্থিত ছিলেন। বৈঠকে ইফতার ও সেহরির সময় সকল প্রকার গণ জমায়েত পরিহার করে চলার অনুরোধ করেছেন।                                

পরিষদের উদ্ধৃতি দিয়ে সৌদি সংবাদ সংস্থা SPA জানিয়েছেন,অনুষ্ঠানে সংস্থার জেনারেল সেক্রেটারি বলেন,বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সৌদি আরব সহ পৃথিবীর অনেক মুসলিম দেশে লক ডাউন বা কারফিউ জারি করা হয়েছে। সৌদি আরবে করোনা পরিস্থিতির তেমন কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। তাই আমাদের পরিষদ  সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের যার যার বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করেন। পরিষদ বিশ্বের প্রত্যেক  মুসলমানকে যে যে দেশে বসবাস করছেন তাকে সে দেশের সরকারের বিধি -নিষেধ ও    দিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।                                                    

এদিকে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মধ্য প্রাচ্যের সংবাদ সংস্থা Gulf News জানাচ্ছেন যে,পবিত্র নগরী মক্কা ও মদিনায় করোনার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই কারফিউ বলবৎ রহিয়াছে,শুধুমাত্র প্রতি বাড়ি থেকে একজন সদস্য সকাল ৬টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জরুরী কেনাকাটার প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, সোমবার সকাল ১০টা পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৬২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৯৮ জন।

 4,460 total views,  1 views today