অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আরও ১৩০

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৩০ জন । এনিয়ে   সর্বমোট সুস্থ হয়েছে ১০,৬৩১ জন ।   অন্যদিকে অষ্ট্রিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন কমের দিকেই যাচ্ছে । আজ আক্রান্তের সংখ্যা মাত্র ৪৬ জন । সরকার  যথা সময়ে পদক্ষেপ নেয়ার ফলে দিন দিন এ সংখ্যা নিন্মের দিকে ।

অন্যদিকে আজ সোমবার থেকে  লকডাউন আরও কিছুটা শিথিল করে সমস্থ খেলা- ধুলা করার জন্য অনুমতি দিয়েছে। এরমধ্যে একক খেলা-ধূলাই বেশী। তবে একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে দৌড়াতে  পারবে। অন্যান্য খেলার মধ্যে টেনিস,গল্ফ এবং এথলেটিকসের উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আরও প্রত্যাহার করা হয়েছে ঘোড় দৌড়,স্কাই গ্লাইডিং ইত্যাদি। ফুটবল খেলা যাবে তবে স্টেডিয়ামে কোনো দর্শক থাকতে পারবে না। বিভিন্ন ক্লাব,দল বা ক্রীড়া সংগঠনের তাদের অফিস সমূহকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে অষ্ট্রিয়ার জনপ্রিয় ফাস্ট ফুডের দোকান McDonalds খুলে দেয়ার ফলে মানুষের ভীর ছিল প্রচুর । তবে ভীতরে বসে কেউ খেতে পারবে না । শুধু ডেলিভারী সার্ভিস দিতে শুরু করছে । এজন্য গাড়ির লাইন ছিল চোখে পরার মত । প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করে খাবার সংগ্রহ করতে দেখা গেছে ।

 

এদিকে আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য   অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র  ৪৬ জন নুতন করে আক্রান্ত হয়েছে । এনিয়ে  সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৭৯৫ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৬৩১ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৭০   জন । হাসপাতালে ভর্তি আছেন০৫ জন ।   আইসিইউ তে আছেন ১৯৪ জন । করোনা পরীক্ষা করা  হয়েছে ,৮২,৯৪৯ জন । সর্বমোট  পজেটিভ ১৪,৭৯৫ জন।       

 7,650 total views,  1 views today