ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির অতি পরিচিত মুখ “মনির হোসেন” আর নেই

ফ্রান্স থেকে, নিজস্ব প্রতিনিধিঃ ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির অতি পরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ মনির হোসেন সোমবার ২০ এপ্রিল সন্ধ্যায় প্যারিসের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে সহ আরো কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার দেশের বাড়ি বাংলাদেশের মুন্সীগন্জ জেলায়।

তিনি ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তা ছাড়াও  তিনি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্সের সহ-সভাপতি ছিলেন। মরহুম মনির একজন পেশাদার ব্যায়ামবিদ ছিলেন এবং বডি বিল্ডিং এ ১৯৯৮ সালে ‘মিস্টার বাংলাদেশ’ খেতাবে ভূষিত হয়েছিলেন।

কমিউনিটি নেতা মোঃ মনির হোসেনের মৃত্যুতে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে । প্রবাসীরা  সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে  ওনার  আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।   

 5,138 total views,  1 views today