করোনার মূল উৎপত্তি প্রাণী থেকে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সমাচার ডেস্কঃ মহামারি করোনাভাইরাস চীনের একটি সামরিক জীবাণু অস্ত্র গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার যে অভিযোগ বেইজিংয়ের বিরুদ্ধে উঠেছিল তা নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ মঙ্গলবার জেনেভায় এক বিবৃতিতে এ কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও জানায়, বিশ্বব্যাপী ছড়ানো এই ভাইরাস চীনে বাদুড় থেকে উৎপত্তি হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা সায়েদ বলেন, ‘সকল তথ্য প্রমাণাদি থেকে জানা যায় যে, ভাইরাসটি একটি প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে। এটি কোনো গবেষণাগারে বা অন্য কোথাও থেকে ছড়ায়নি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এই অঙ্গ সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব আজ এই তথ্য জানিয়েছেন। তবে চীনের বিরুদ্ধে অভিযোগ ছিল করোনাভাইরাস হলো তাদের তৈরি একটি জীবাণু অস্ত্র। অস্ত্রের কার্যকারিতা পরীক্ষার জন্য সাধারণের মধ্যে জীবাণু ছেড়ে দিয়েছে চীন কর্তৃপক্ষ। তারপরই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

প্রাণী থেকে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এমনটা নিশ্চিত হওয়া না গেলেও এটা অবশ্যম্ভাবী যে মানুষ ও ভাইরাসটির উৎপত্তি যে প্রাণী থেকে, তাদের দুইয়ের মধ্যে করোনার বিস্তারের যোগসূত্র হিসেবে কাজ করেছে অন্য কোনো প্রাণী।

করোনাভাইরাসকে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগারে তৈরি করা হয়েছে বলে দাবি করেন অনেকে। চীনের গোপন জীবাণু অস্ত্র তৈরি কর্মসূচির সঙ্গে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির সংশ্লিষ্টতা রয়েছে। এই উহানেই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল।

 4,772 total views,  1 views today