১৫ মে থেকে অস্ট্রিয়ায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে- প্রধান মন্ত্রী

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ আগামী ৪ মে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষারথীদের জন্য কলেজ খুলে দেওয়া হবে। ১৫ মে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান করোনা সংকটে অস্ট্রিয়ার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা প্রসংগে তিনি একথা ব্যক্ত করেন। গত ১৫ ই এপ্রিল থেকে রেস্টুরেন্ট ও খাবারের দোকান ব্যতীত অন্যান্য দোকান-পাট খোলার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের উপর বেশ চাপ পড়ছিল। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জের সাথে আরও উপস্থিত ছিলেন উপ প্রধানমন্ত্রী ওয়ার্নার কোগলার, স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনসকোবার এবং স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার। তারা যার যার মন্ত্রনালয়ের করোনা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ বলেন, করোনায় আমাদের নেওয়া পদক্ষেপ গুলি সফল হয়েছে। বর্তমানে আমাদের দেশে সংক্রমণ দৈনিক একশোর নীচে নেমে এসেছে। করোনায় আমাদের সাফল্য বিশ্বে বেশ প্রশংসিত হচ্ছে এবং আমাদের শ্রেষ্ঠত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহ থেকে সরকারের পরবর্তী পদক্ষেপ- সরকার করোনা পরবর্তী উত্তোরন কয়েকটি ধাপে ধীরে ধীরে অগ্রসর হওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
এপ্রিলের শেষ সপ্তাহে করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ২ মে থেকে বাকী সমস্ত দোকান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই সব দোকানে মধ্যে চুল কাটার সেলুন অন্যতম। তা ছাড়াও ছোট বাচ্চাদের ডে কেয়ার সেন্টার খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে সকলকে নাক,মুখ বন্ধনি অর্থাৎ মাস্ক ব্যবহার ও দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ১৫ মে অপরিবর্তিত রহিয়াছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতির জন্য আগামী ৪মে থেকে কলেজ (Hochscule) খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী হাইন্স ফাসমান আগামী শুক্রবার ২৪শে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন।
আগামী ১৫ ই মে আমাদের অস্ট্রিয়ানদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আমরা ১৫ ই মে থেকে অস্ট্রিয়ার সমস্ত রেস্টুরেন্ট,ক্যাটারিং ও অন্যান্য খাবারের দোকান গুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে রেস্টুরেন্ট গুলি রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকার এই ব্যাপারে আগামী ২৮ এপ্রিল রেস্টুরেন্ট,হোটেল ও ক্যাটারিং প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হবেন। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ,মন্দির,গির্জা ইত্যাদি আগামী ১৫ মে খুলে দেওয়া সম্ভব হবে কিনা এই ব্যাপারে অস্ট্রিয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুজানে রাব আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন।
এই বৎসরের গ্রীষ্মকালীন ছুটির ব্যাপারে ইউরোপীয় অন্যান্য দেশের অবস্থার উপর ভিত্তি করে পরে সিদ্ধান্ত জানানো হবে। আগামী ১৫ মে থেকে অস্ট্রিয়ার পর্যটন সেক্টর পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রী এলিজাবেথ কস্টিংগার আগামী ২৪ শে এপ্রিল এই ব্যাপারে সরকারের রূপরেখা ঘোষণা করবেন।
এদিকে আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ৭৮ জন নুতন করে আক্রান্ত হয়েছে । এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৮৭৭ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৯৭১ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৪৯১ জন । হাসপাতালে ভর্তি আছেন ৭৫৬ জন । আইসিইউ তে আছেন ১৯৬ জন । করোনা পরীক্ষা করা হয়েছে ১,৮৯,০১৮ জন । সর্বমোট পজেটিভ ১৪,৮৭৭ জন।
6,222 total views, 1 views today