বাংলাদেশে ২ সম্পাদকের বিরুদ্ধে মামলা,অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুবুর রহমান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। করোনাভাইরাসের সংকটকালীন এই সময়েও অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী এ মামলা দায়ের করে। এ ধরণের মামলা করে সাংবাদিকদের কন্ঠরোধের চেস্টার ঘৃণ্য তৎপরতায় আমরা জোর প্রতিবাদ জানাই। অভিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানাই ।

 

 

  

 4,681 total views,  1 views today