অষ্ট্রিয়ায় আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩৫৭

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩৫৭ জন । এনিয়ে সর্বমোট সুস্থ হয়েছে ১১,৩২৮ জন । অন্যদিকে অষ্ট্রিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন কমের দিকেই যাচ্ছে । আজ আক্রান্তের সংখ্যা মাত্র ৫২ জন । সরকার যথা সময়ে পদক্ষেপ নেয়ার ফলেই দিন দিন এ সংখ্যা নিন্মের দিকে ।
করোনা মহামারীর জন্য অষ্ট্রিয়ান সরকার ২০২০ সালের গ্রীষ্মকালীন সকল প্রকার বড় ইভেন্ট স্থগিত ঘোষণা করেছে। তাই এই বৎসর অষ্ট্রিয়ায় বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির ঐতিহ্যবাহী বার্ষিক পিকনিক, দানিয়ুব নদীর পাড়ের বারবিকিউ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা, বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কোন সম্ভাবনা নাই।
এদিকে আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ৫২ জন নুতন করে আক্রান্ত হয়েছে । এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৯২৫ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১,৩২৮ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৫১০ জন । হাসপাতালে ভর্তি আছেন ৭০০ জন । আইসিইউ তে আছেন ১৭৬ জন । করোনা পরীক্ষা করা হয়েছে ২,০১,৭৯৪ জন । সর্বমোট পজেটিভ ১৪,৯২৫ জন।
5,731 total views, 1 views today