খুব শীঘ্রই খুলে দেওয়া হবে অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত- সেবাস্তিয়ান কুর্জ

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ আশা করছেন যে জার্মানির সাথে অস্ট্রিয়ার সীমান্ত শীঘ্রই আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বুধবার সন্ধ্যায় এক জার্মানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই কথা প্রকাশ করেছেন। তবে তিনি সঠিক তারিখ এখনও উল্লেখ করেন নি।
সেবাস্তিয়ান কুর্জ জার্মানি টিভি নেটওয়ার্ক ARD এর সান্দ্রা মাইশবার্গারের টকশোতে এক আলোচনায় লক ডাউন শিথিলতার এক প্রশ্নের জবাবে বলেন দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধ সীমান্ত দেওয়ার ব্যাপারে আমরা উভয়ই আশাবাদী। তিনি আরও বলেন আমি আশাবাদী অস্ট্রিয়া এবং জার্মানির মধ্যে ভ্রমণ আবারও সম্ভব হবে। সরকার প্রধান আরও বলেন করোনা পরিস্থিতিতে অস্ট্রিয়া এবং জার্মানির ত্বড়িৎ পদক্ষেপ গুলি সফল হয়েছে বলেই উভয় দেশেই নতুন সংক্রমণ কমে এসেছে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সাথে নিয়মিত যোগাযোগ হয় বলেও জানান । এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর একজন সংবাদদাতা কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সীমান্ত পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।
6,319 total views, 1 views today